স্বাস্হ্যবিধি মেনে যারা হাওরে পূর্ণিমা দেখতে চান, যারা হাওর উপভোগ করতে চান, উপলব্ধি করতে চান হাওরের মানুষের জীবন তাদের জন্য ।
ইভেন্টে সব দেওয়া আছে তারপরও কয়েকটা ফিচার।
১। বাসে ২ সিটে ১ জন।
২। হাই কমোড বিশিষ্ট ৬ ফুট উচ্চতার বাথরুম।
৩। নৌকায় ঘুমানোর ব্যবস্থা।
৪। ১৮ জনের নৌকায় ১২ জনের ব্যবস্থা।
৫। তাহিরপুর থেকে নয় সুনামগঞ্জ থেকেই নৌকায় যাত্রা।
৬। হাওরের মাছ/হাঁস/ দেশী মুরগি দিয়ে খাবার।
৭। পর্যাপ্ত বিশুদ্ধ পানি ও চা।
৮। অংশগ্রহণ ফি- ৭০০০ টাকা।