Recent-Post

এক টাকায় কেনাকাটা করুন

এক টাকায় কেনাকাটা করতে আলি এক্সপ্রেস
১ টাকায় শপিং

আলিএক্সপ্রেস A to Z
Q&A
#আলিএক্সপ্রেস কি?
=চায়নাভিত্তিক ই কমার্স সাইট।

#ভাইয়া ১ টাকায় নাকি অনেক কিছু পাওয়া যায় এটা কি সত্য?
=জি ভাইয়া সত্য।আমি লিংক দিয়ে দিচ্ছি দেখে নিন 
0.01 এ কি কি পাওয়া যায়। 

https://s.click.aliexpress.com/e/_Acc20n?bz=300*250

# ভাইয়া প্রডাক্ট আসতে কতদিন লাগে?
=১৫-৫০ দিন

#ভাইয়া পেমেন্ট করবো কি দিয়ে আমার তো মাস্টারকার্ড করা নাই?
=ভাইয়া ওয়েবমানি দিয়ে করা যায়।

#ওয়েবমানি খুলতে কি কি লাগে?
=ভাই কিচ্ছু লাগে না।জাস্ট প্লেস্টোর থেকে আপ্যস নামিয়ে রেজিষ্ট্রেশন করেন। কোনো ডকুমেন্টস লাগবে না।ভেরিফাই ও করতে হবে না।

#ভাইয়া আমি কুপন সম্পর্কে জানতে চাই।
= আলিএক্সপ্রেস থেকে রেগুলার কেনাকাটায় আপনার অনেক খরচ বাঁঁচবে কুপন ব্যবহারে এবং আলিএক্সপ্রেস এ আপনি প্রতি সপ্তাহেই কুপন পাবেন । 

#ভাইয়া প্রডাক্টএর নাকি ট্যাক্স আসে /??
= ১০ ডলারের নিচে আর ভারি কিছু না আনালে টাক্স লাগে না। 

#ভাইয়া পোস্টঅফিস এ আসলে কিভাবে বুঝবো?
=ফোন দিবে যদি আপনি মেইন পোস্ট অফিসের ঠিকানা দেন।যেমন গাজিপুরের মেইন পোস্ট কোড ১৭০০ তবে সাব পোস্ট অফিসের ঠিকানা দিলে প্রডাক্ট পাইতে অনেক দেরি হবে। আবার ফোনও দিবে না।

#ভাইয়া যদি আমি প্রডাক্ট না পাই??
= আপনাকে একটা নিদিষ্ট সময় পর্যন্ত ডেলিভারি ডেট দিবে সে সময়ের মধ্যে আপনি যদি প্রডাক্ট না পান তবে সম্পূর্ন টাকা ফেরত দিয়ে দিবে।
ভাই প্লিজ এটার খারাপ উদ্দেশ্য ব্যাবহার কইরেন না।কারন অনেকেই আছে যারা প্রডাক্ট পাওয়ার পর বলে পাই নাই।এবং টাকা ফেরত চায় আলিএক্সপ্রেস এর কাছে।মনে রাখবেন তারা না জানলেও আল্লাহ সব জানে।সুতরাং সততা বজায় রাখবেন।

#ভাইয়া প্রডাক্ট এর ডেলিভারি চার্জ কত?
=প্রডাক্ট পোস্ট অফিস এ আসে।তাই ফ্রি ডেলিভারি(যদি প্রডাক্ট এ শিপিং চার্জ না থাকে)

# ভাইয়া একাউন্ট কিভাবে খুলবো?
প্লেস্টোর থেকে আলিএক্সপ্রেস এপ্স নামিয়ে সিম্পলি ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করবেন।না বুঝলে ইউটিউব এ সার্চদিন।না হলে আমাকে নক দিন।তারপর আপনার এড্রেস ঠিকমতো দিন।আর শপিং করেন।না বুঝলে নিচে যে লিনক গুলা দেওয়া আছে তাতে স্ক্রিনশট সহ দেওয়া আছে দেখে নিয়েন।

আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বা ইনবক্সে। 

Aliexpress আপ্যস নামানোর পর যা যা করতে হবে স্ক্রিনশট সহ স্টেপ বাই স্টেপ এক্টা লেখাঃ

https://www.simiflex.com/2020/12/aliexpress-001-usd-new-user-deal-to-z.html

প্রডাক্ট সিলেক্ট করার পর কিভাবে পেমেন্ট করবেন সেটা স্টেপ বাই স্টেপ।ঃ

https://www.simiflex.com/2020/12/aliexpress-001-usd-step-by-step.html

ওয়েবমানি কি কিভাবে খুলবেন ডলার কোথায় পাবেন স্ক্রিনশট সহ স্টেপ বাই স্টেপঃ

https://www.simiflex.com/2020/12/webmoney.html 

Click here to open account
https://a.aliexpress.com/_mrNcP1x

এবার আসি কুপন /ভাউচারে, আপনি একাউন্ট খুলার পরে 5 ডলারে 4 ডলার বা ৩ ডলারে ২ ডলার বা ৪ ডলারে ৩ ডলার কুপন পাবেন। 
কুপন কার্ট এ প্রোডাক্ট এড করলে অটো এড হবে। মানে কার্ট এ 5 ডলার সমমানের প্রোডাক্ট এড করলে 4 ডলার ডিসকাউন্ট হয়ে যাবে। 
শিপিং চার্জ এ কুপন কাজ হবে না শুধু মাত্র প্রোডাক্ট প্রাইস এ। ফ্রি শিপিং এর পণ্য খুঁজে খুঁজে কিনুন। 

নিউ ইউজার হিসেবে যেকোনো একটি কুপন ইউজ করতে পারবেন আবার যদি 0.1 সেন্ট এর প্রোডাক্ট কিনে ফেলেন তাহলে কুপন সব ডিসেবল হয়ে যাবে। 

যেকোনো একটি একবার ই ব্যবহার করতে পারবেন 

অনেকেই ইদানীং শুনে থাকবেন আলীএক্সপ্রেসের কথা।নিউ ইউজার বোনাস হিসেবে তারা বলতে গেলে ফ্রিতেই কিছু জিনিসপত্র দেয়।অনেকেই নিচ্ছে।যারা নিতে চাচ্ছেন কিন্তু বুঝতেসেন না কিভাবে কি করতে হয়,তাদের জন্য আজকে আমার এই পোস্ট। 

➤যদি শুধুমাত্র নিউ ইউজার বোনাস নিতে চান তাহলে ১ আইডি দিয়ে অর্ডার শেষে এপ ডিলিট দিয়ে কয়দিন পর আবার নতুন জিমেই দিয়ে আইডি খুলুন আর অর্ডার দিন।

➤নিউ আইডিতে আপনি আপনার ইচ্ছামত ৪/৫ ডলারের জিনিস কিনতে চাইলে আরেকটা ট্রিক্স আছে।নিউ আইডিতে কুপন পালস নামের একটা গেম আছে।ওটা খেললে আপনাকে একটা পয়েন্ট দিবে।সেই পয়েন্ট দিয়ে কুপন কিনতে পারবেন।

➤slash it নামের আরেকটা অপশান আছে,চাইলে ওখান থেকেও কমে জিনিস নিতে পারেন।

তবে আপনি যদি অনেকগুলো আইডি খুলে বারবার নিউ ইউজার বোনাস নেন হয়ত ওরা আপনার আইপি ব্লক করে দিতে পারে।তখন আর নতুন আইডি খুললেও নিউ ইউজার বোনাস নিতে পারবেন না।

➤ওয়েবমানিতে ডলার লোড করতে পারেন মেসেজ দিয়ে।

➤আরেকটা ট্রিক্স,ঠিক ট্রিক্স বলা যায় না।আপনার যেইসব আইডি থেকে ১ বার অর্ডার দেয়া হইসে সেগুলাতে my cupons কয়দিন পরপর চেক করবেন,ফ্রিতেই আবার ১-২ ডলার পাবেন শিওর।

➤যেহেতু প্রোডাক্ট গুলা বিদেশ থেকে আসে তাই পোস্ট অফিসের মাধ্যমেই আসে।এতে অনেকটা সময় লাগে।কেউ কেউ ১৫ দিনের মধ্যেই পায়,আবার কারো কারো দেড় মাসও লাগে।সো অপেক্ষা করতে হবে।প্রোডাক্ট আসলে পোস্টম্যান এসে দিয়ে যাবে অথবা ফোন দিবে আপনার নাম্বারে।

সাধারন কেনাকাটার জন্য কি কোন কুপন আছে?
➤জ্বী ।আপনি নতুন একাউন্ট খুলে EXP64 কুপন ব্যবহারে পাচ্ছেন ৫ ডলারের কেনাকাটায় ৪ ডলার ছাড়।

✪আরও কিছু অফার এর কথা সম্পর্কে কি জানতে পারি?
➤জ্বি অবশ্যই। 
➤কুপন পালস গেম খেলার মাধ্যমে আপনি বিভীন্ন ধরনের কুপন পেতে পারেন।
➤স্লাশ ইট এর মাধ্যমে বিভীন্ন ধরনের মুল্যবান জিনিস নিতে পারেন খুবই কম মুল্যে।(আলিএক্সপ্রেস এপ ওপেন করলে সবার উপরে লেখা পাবেন)
➤এনার্জি ল্যাব এ কিছু Task পুরন করে মুল্যবান জিনিস নিতে পারেন।(আলিএক্সপ্রেস এপ এ সাইন আপ করার পেজেই পাবেন)

সব ধরনের অফার পেতে এবং ওয়েবমানির জন্য গ্রুপে জয়েন করেন।।👇👇👇👇

https://www.facebook.com/groups/1492029930994993/?ref=share

Post a Comment

0 Comments