আবারো স্মরন।
ডিসেম্বরের শেষে আমরা সুন্দরবনকে লক্ষ্য করে একটি নৌ-বিহারের আয়োজন করতে চলেছি। এটা লাক্সারী ভ্রমন। তাই খরচ একটু বেশী। এদের যোগাযোগের অনুরোধ করছি। এই বিষয়গুলো জানানো প্রয়োজন মনে করায় উল্লেখ করছি।
১.এই ট্যুর সদরঘাট থেকে শুরু করে সুন্দরবন ঘুরে আবার সদরঘাটে এসে শেষ হবে। পুরো সময় আমাদের সাথে থাকছে বিলাশবহুল লঞ্চ এমভি ঈগল-৮।
২. সাধারণত সুন্দরবনের ভ্রমন প্যাকেজে মোটামুটি একদিন বনের মধ্যে থাকা হয় দুই দিন সময় চলে যায় খুলনা যাতায়াতে। কিন্তু আমরা আরো বেশী সময় সুন্দরবনেই থাকতে চাই। সে কারনে সদরঘাট থেকে রিজার্ভ লঞ্চ নিয়ে এই ভ্রমন শুরু করতে চাই।
৩. আমরা প্রায় ৩ দিন বনের মধ্যে অবস্থান করবো। ২৪ ডিসেম্বর রাতে রওনা হয়ে আমরা ২৫ ডিসেম্বর ১২ টা নাগাদ সুন্দরবনে প্রবেশ করে কচিখালী, ডিমের চর পক্ষীরচর ঘুরে রাতে দুবলার চরের আশেপাশে রাত্রীযাপন করবো। ২৬ ডিসেম্বর দুবলার চর, হিরন পয়েন্ট, বঙ্গবন্ধু আইল্যান্ড/পুটনির দ্বীপ, তিনকোনা আইল্যান্ড,কোকিল মনি ঘুরে কটকায় রাত্রীযাপন করা হবে। ২৭ ডিসেম্বর কটকা, জামতলা সী বিচ, টাইগার পয়েন্ট ও আশপাশের এলাকা ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় ঢাকারা উদ্দ্যেশে রওনা হবো আশা করি।
৩. বাচ্চাদের জন্য থাকছে প্লে জােন।
৪. সকলের জন্য উন্মুক্ত অলাভজনক জাবিয়ান উদ্যাগ।
আর একটা বিষয় প্রথমে ইভেন্ট খোলার সময় প্রযুক্তি জ্ঞানের অভাবে প্রাইভেট ইভেন্ট খোলা হয়ে গিয়েছিল। তাই পরে আর একটি পাবলিক ইভেন্ট খোলা হয়েছে। দুই ইভেন্টেই সকল আপডেট পেয়ে যাবেন।
ধন্যবাদ।
[https://www.facebook.com/events/2723423437669839/](https://www.facebook.com/events/2723423437669839/)
[https://www.facebook.com/events/555808674959951/](https://www.facebook.com/events/555808674959951/)
0 Comments