Recent-Post

Corporate Tour To Sundarban

অনেকেই সুন্দরবন ট্যুরের জন্য নক করেছেন। কিন্তু আমি গ্রুপ বা কর্পোরেট ট্যুর ছাড়া সুন্দরবন ট্যুর করাই না। কিন্তু কিছু ভাইয়া আপুর অনুরোধে শুধুমাত্র জাহাঙ্গীরনগরের ভাইয়া-আপু ও তাদের অতিথী নিয়ে একটা ট্যুর আয়োজন করতে চাচ্ছি।
তারিখ- নভেম্বর এর ২৭,২৮,২৯। ঢাকা থেকে রওনা ২৬ তারিখ রাতে। ঢাকায় ফেরা ৩০ তারিখ সকালে।
অলাভজনক ট্যুর হবে এটা।
আগ্রহী হলে জানাবেন। লোক সংখ্যা বুঝে জাহাজ ভাড়া করা হবে।
নিচের যে কোন একটি জাহাজ নিতে চাই।
ফ্লোটিং হোম- আসন ৩০ জন। 
রেইনবো- আসন ৪৮ জন।
খরচ আনুমানিক ৮০০০-৯৫০০ টাকা পরতে পারে। রুমের মান ভেদে। ঢাকা-খুলনা-ঢাকা বাস ভাড়া বাদে।
সবাইকে ধন্যবাদ। 
৩৩, ইতিহাস আল-বেরুনী।

Post a Comment

0 Comments